গৌরীপুর পৌরসভা নির্বাচন : আ. লীগের মনোনয়ন নিয়ে মিছিল-পাল্টা মিছিল, ওসি আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে শনিবার (২৬ ডিসেম্বর) রাতে মিছিল পাল্টা মিছিল হয়েছে। এসময় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে তা থামাতে গিয়ে গৌরীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন খান আহত হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকেরা তা মেনে না নিয়ে বিক্ষোভ মিছিল করে এবং দোকানপাট বন্ধ করে দেয়। এ সময় মনোনয়ন পাওয়া প্রার্থী ও বঞ্চিতদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা ও পুলিশ সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় দফায় অনুষ্ঠিতব্য দেশের মোট ৬৪টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার রাতে ঘোষণা করা হয়। গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পায় সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি। এ খবর জানার পর রাত সাড়ে নয়টার দিকে শফিকুল ইসলাম হবির সমর্থকরা গৌরীপুর পৌর শহরে আনন্দ মিছিল বের করে। একই সময় শফিকুল ইসালাম হবির মনোনয়ন পাওয়াকে মেনে না নেওয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং দোকানপাট বন্ধ করে দেয়। এসময় তারা শ্লোগান দেয়,“ হাইব্রিডদের মনোনয়ন, মানিনা মানবো না”, “বিদ্রোহীদের মনোনয়ন, মানিনা মানবো না”। রাত আনুমানিক পৌনে দশটার দিকে মধ্যবাজার এলাকায় মিছিলটি শফিকুল ইসালাম হবির বাসার সামনে পৌঁছলে সেখানে অবস্থানরত শফিকুল ইসালাম হবির সমর্থকদের সাাথে মিছিলকারীদের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে পুলিশ বিক্ষোভ মিছিলকারী নেতা-কর্মীদের বাধা দেয়। ওই সময় ধারালো অন্ত্রের আঘাতে ওসি বোরহান উদ্দিন খান আহত হন। স্থানীয় নেতা-কর্মীরা আরও জানান, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শফিকুল ইসলাম হবি ২০১৫ সালে অনুষ্ঠিত গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশ নেন। এবার পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের শর্ত ছিল, আগের যেকোন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পাবেন না। বিদ্রোহী প্রার্থী হওয়ার পর শফিকুল ইসলাম ২০১৫ সালের নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে ভুয়া কাগজ দেখিয়ে মনোনয়ন পান। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে পৌরসভা নির্বাচনে মেয়র পদে অপর মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা। এর জের ধরেই রাতে ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করে ওইসব নেতা-কর্মীরা। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাদেকুর রহমান সেলিম বলেন, বিক্ষোভকারীরা মনোনয়ন বঞ্চিত নিদৃষ্ট কোন প্রার্থীর পক্ষের না। তাঁরা বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিপক্ষে। শফিকুল ইসলাম হবি ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ৪ হাজার ভোট পান। অথচ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন বলে ভুয়া কাগজ দেখিয়ে মনোনয়ন নিয়েছেন। যা আওয়ামী লীগের সমর্থকরা মেনে নিতে পারছে না। শফিকুল ইসলাম হবি বলেন, ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়েছিলাম। তবে নির্বাচনের পাঁচ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। গৌরীপুর থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, আহত ওসি সাহেব বিশ্রামে আছেন। তিনি আহত হওয়ার ঘটনায় ১৪জনকে চিহ্নিত করে আরো অজ্ঞাত ২০/২৫ জনক আসামী করে মামলা হয়েছে। আসামীদের ধরার জন্য অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন সভাপতি সায়েম,সম্পাদক মোফাজ্জল হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুরে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময় লুট নয়,ভোট চাই সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বিএনপি প্রার্থী-হাতেম খান গৌরীপুরে নৌকাকে বিজয়ী করতে বিশাল পথসভা ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা সরিষাবাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: আ. লীগের মনোনয়ন নিয়েওসি আহতগৌরীপুর পৌরসভা নির্বাচনমিছিল-পাল্টা মিছিল