গৌরীপুর পৌরসভায় ভোট শনিবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : শনিবার ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচন। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নানান কারণেই এবারের গৌরীপুর পৌরসভার নির্বাচন শুরু থেকেই আলোচনা ও উৎকণ্ঠায় ভরপুর। গত ১৭ অক্টোবর পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যার পর উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পায়। গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সজল চন্দ্র সরকার জানান, গৌরীপুর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবেন। প্রতি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ দায়িত্বে থাকবেন। নিরাপত্তার জন্য র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যারা নিয়োজিত থাকবেন। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গৌরীপুর পৌরসভায় সর্বশেষ তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭০৫ জন। তন্মধ্যে পুরুষ ১১ হাজার ২৭৮ জন, নারী ১১ হাজার ৪২৭ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৫৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ৯জন প্রিজাইডিং, ৫৬জন সহকারী প্রিজাইডিং ও ১১২জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসন সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ৯টি কেন্দ্রে ৯জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাইকিং ফোর্সের সঙ্গে ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন থাকবেন। এছাড়াও বিজ্ঞ জুডিসিয়াশল ম্যাজিস্ট্রেটও থাকবেন। এছাড়াও র্যাব-১৪, বিজিবি ট্রাইকিং ফোর্স ছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, সাব-ইন্সপেক্টর থাকবেন বলে জানা গেছে। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ রাকিবুল হাসান জানান, প্রত্যেক কেন্দ্রে ২জন অস্ত্রধারী আনসার ও ৯টি কেন্দ্রে ৫০জন পুরুষ ও ২৭জন নারী আনসার নিয়োজিত থাকবে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, এ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সুষ্ঠু নির্বাচন করতে আইন-শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে। পুরো পৌরসভা নিরাপত্তার চাদরে ঢাকা। গৌরীপুর পৌরসভায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। এমনকি অতীতের রেকর্ড অনুযায়ী ভোট কেন্দ্রে তাদের উপস্থিতিও বেশি। স্বাভাবিকভাবেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়েই কেন্দ্রে যান নারী ভোটাররা। উল্লেখ্য, এবারের পৌরসভার নির্বাচনে মেয়র পদে শফিকুল ইসলাম হবি (আওয়ামীলীগ মনোনীত) নৌকা, আতাউর রহমান (বিএনপি মনোনীত) ধানের শীষ, আবু সাঈদ মো: ফারুকুজ্জামান (ন্যাপ মনোনীত) কুঁড়েঘর নিয়ে নিজ নিজ দলীয় প্রতীকে লড়ছেন। এছাড়াও সৈয়দ রফিকুল ইসলাম (স্বতন্ত্র) নারিকেল গাছ, আব্দুল কাদির (স্বতন্ত্র) মোবাইল, আবু কাউসার চৌধুরী রন্টি (স্বতন্ত্র) ও তাহরিমা আক্তার চুমকি (স্বতন্ত্র) জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইতোমধ্যে আব্দুল কাদির (স্বতন্ত্র) প্রতীক মোবাইল ফোন ও তাহরিমা আক্তার চুমকি (স্বতন্ত্র) জগ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম হবিকে (নৌকা) সমর্থন দিয়ে তারা প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে নির্ধারিত সময়ের পর তা করায় ব্যালট পেপারে তাদের নাম ও প্রতীক থাকবে। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় হ্যাট্রিক মেয়র সৈয়দ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন সভাপতি সায়েম,সম্পাদক মোফাজ্জল হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুরে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময় লুট নয়,ভোট চাই সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বিএনপি প্রার্থী-হাতেম খান ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই গৌরীপুরে বিদ্রোহী ২ মেয়র প্রার্থীসহ আ. লীগের ১০ নেতা বহিস্কার ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুর পৌরসভায়ভোট শনিবার