মুক্তাগাছায় চোরাই সিএনজিতে ছাগল চুরি, চালক আটক

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : মুক্তাগাছায় চোরাই সিএনজি চালিত অটোরিকশায় ছাগল চুরি করে পালানোর সময় এক সিএনজি চালককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রুমান মিয়া (২৫) কে আটক করে মুক্তাগাছা থানা পুলিশ।

এসময় সিনএনজি থেকে আরও দুজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়। তারা সকলেই উপজেলার নন্দীবাড়ি এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্র জানায়, আটককৃত সিএনজি চালক চোর ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে চুরি করে আসছে। চলতি রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ৭নং ঘোগা ইউনিয়নের হাতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোষ্ট ডিউটি চলছিলো। হঠাৎই সেখানে ছাগলভর্তি একটি সিএনজি দেখে সন্দহজনক মনে হলে তাকে সিগনাল দেওয়া হয়।

চেকপোস্টে সিগনাল পেয়ে সিএনজি চালক ও তার দুই সহযোগী সিএনজি থেকে নেমে দৌড়ে পালাতে চেষ্টা করে। পালানোর সময় পুলিশ সিএনজি চালককে আটক করে। জিজ্ঞাসাবাদে সিএনজি চালক সিএনজি গাড়ীর কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং গাড়ীতে ছাগল পরিবহনের বিষয়ে কোন সন্তোষজনক উত্তর দিতে পারে না। পরে সেখান থেকে চোরাই ছাগলসহ সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, সিএনজিটি মনতলা বাজার থেকে এবং ছাগলটি খেরুয়াজানি বাজার থেকে পলাতক আসামীদের সহযোগিতায় চুরি করে বিক্রি করার উদ্দেশ্যে মধুপুরের দিকে নিয়ে যাচ্ছিলো। পরে উপজেলার হাতিল এলাকায় রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ চেকপোস্টে সন্দেহজনক মনে হলে ছাগলসহ চোরাই সিএনজি উদ্ধার করে চালককে আটক করা হয়। এ বিষয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ দমনে মুক্তাগাছা থানা পুলিশ তৎপর রয়েছে বলেন তিনি।