ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর কর্তৃক আকুয়াবাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ০৩ (তিন) জন আসামী আটক করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন জানান, গত ১৪ মে ২০২০খ্রিঃ তারিখ আকুয়া মোড়ল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক সোহরাব সাহেবের ইটখলার সামনে রাত ২০.০০ ঘটিকার একই এলাকার যুবক মোঃ অয়ন(১৯) কে নির্মমভাবে ছুড়িকাঘাত করে হত্যা করা হয়।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে তৎক্ষণাৎ র‌্যাব-১৪, ময়মনসিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার সদর থানার মামলা মামলা নং-৪১ তারিখ ১৫ মে ২০২০খ্রিঃ ধারা- ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারভুক্ত ০৩(তিন) জন আসামী ১। হৃদয়(২০) পিতা-মৃত ফজলু মিয়া, ২। মোয়াজ মিয়া(২০) পিতা-আসাদুজ্জামান@ আশরাফ আলী ৩। মোঃ মেহেদী হাসান(২০) পিতা-মোঃ শরীফ মিয়া @ টিক্কা মিয়া সর্ব সাং-আকুয়া মোড়ল, জেলা- ময়মনসিংহদের আকুয়া বাইপাস এলাকা থেকে অদ্য ১৫ মে ২০২০ ইং তারিখ সকালআনুমানিক ১০ঃ০০ ঘটিকার সময় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের ময়মনসিংহ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।