মুক্তাগাছায় ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার,তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
মুক্তাগাছায় ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪ এর ব্যাটাঃ সদর ময়মনসিংহ কর্তৃক মুক্তাগাছা থানাধীন বানারপাড় এলাকায় মাইক্রোবাসে লুকিয়ে পরিবহনকালে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার,তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাব-১৪ অদ্য ২২ জুন ২০২০ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.২০ ঘটিকার সময় র‌্যাব-১৪,ব্যাটাঃ সদর, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বানার পাড় কাশিমপুর এলাকায় মোঃ আব্দুল কাদেরের চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

দৈনিক সময় সংবাদ

উদ্ধারকৃত ৪৪৫ বোতল ফেন্সিডিল


অভিযানকালে মাইক্রোবাসের অভ্যন্তরে লুকিয়ে পাচারকালে মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিব হোসেন (৪৫) পিতা- মৃত হালিম হোসেন, সাং- নওদাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ২। মোঃ সুজন (১৯) পিতা- মোঃ শুকর আলী,সাং- নওদাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ৩। মোঃ হাবিবুর রহমান (৩৫), পিতা- মোঃ হবিবর রহমান, সাং-বড়চরা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরদেরকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।