ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪, ব্যাটাঃ সদর দপ্তর, কর্তৃক ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ছোট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ-৫,৫০০/- টাকাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গত ১৩ আগস্ট ২০২০ ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ছোট বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬.৫ লিটার দেশীয় মদ ও মাদক বিক্রির নগদ-৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকাসহ আসামী ১। সুমন মিয়া (৩০), পিতা- মৃত বাদশা মিয়া, সাং- পচা পুকুর পাড়, ২। বিপ্লব সরকার (৪৭), পিতা- মৃত দেবেশ চন্দ্র সরকার, সাং- ১৭৯ নং বড় কালী বাড়ী রোড, ৩। অর্জুন সরকার (৪৮), পিতা- মৃত ওমাচরণ সরকার, সাং- বিদ্যাগঞ্জ, ডাকঘর- বিদ্যাগঞ্জ, ৪। শহিদ মিয়া (৫৭), পিতা- মুসলেম উদ্দিন, সাং- গোইলকান্দি মিরবাড়ী, সর্ব থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।