ডোমারে ১৫দিন ধরে অবরুদ্ধ দুই পরিবার

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভুজারীপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজন বাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় ১৫দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে দুটি পরিবার।

বন্ধ থাকা রাস্তা খুলে দেয়ার দাবীতে অবরুদ্ধ পরিবার দুটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, ওই ইউনিয়নের ভুজারীপাড়া গ্রামের মৃত জিতেন্দ্র কর্মকারের ছেলে রবিন্দ্র কর্মকার ও অন্তরাম কর্মকারের একটি মুড়ির দোকান রয়েছে আন্ধারুর মোড়ে। গত ২৪ মার্চ ওই দোকানের সামনে একই গ্রামের নরেন কর্মকারের ছেলে প্রভাত কর্মকার মুড়ির দোকান বসালে সেখানে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে পরদিন অন্তরাম কর্মকার ও তার ভাই রবিন্দ্র নাথ ওরফে রাধা কর্মকারের বাড়ি যাতায়াতের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে ও বালু ফেলে চলাচল বন্ধ করে দেয় প্রতিপক্ষের নরেন কর্মকার ও তার তিন ছেলে প্রভাত কর্মকার, ছিলানু কর্মকার ও রবিন্দ্র কর্মকার। চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছে পরিবার দুটি।

এ ব্যাপারে রাধা কর্মকার জানায়, আমরা গত ২৫বছর আগে জমিটি কিনে সেখানে বাড়ি তৈরি করে বসবাস করে আসিতেছি। আমার ছোটভাইয়ের সাথে ঝগড়া করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ তাদেরকে বেড়া সরানোর নির্দেশ দিলেও তারা বেড়া না সরিয়ে আমাদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।