মুক্তাগাছায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
মুক্তাগাছায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বিন্নাকুড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪ ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বিন্নাকুড়ি গ্রামের বিন্নাকুড়ি দাখিল মাদ্রাসার মূল ভবনের পাশে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর কতিপয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যগণ একত্রিত হয়ে বাংলাদেশে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে।

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গত ২৯ মার্চ ২০২০খ্রিঃ তারিখ সকাল ০৬:০৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী (১) মোঃ শরিফ মিয়া (১৮), পিতা- আব্দুল ছামাদ, মাতা- মোছাঃ আমেনা বেগম, সাং- নটাকুড়ি, (২) মোঃ আইয়ুব আলী (২৫), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ রাশিদা খাতুন, সাং- মলাজানি, (৩) মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা- মৃত অহেদ আলী, মাতা- মৃত ছাফর জান, সাং- মলাজানি (৪) মোঃ এরশাদ আলী (২৩), পিতা- মোঃ মজিবুর রহমান, মাতা- মোছাঃ রাশিদা বেগম, সাং- মলাজানি, সর্ব থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে ১। মোবাইলসেট-০১টি (০২টি সিমসহ), ২। জিহাদি বই- ০৭ টি, ৩। লিফলেট- ১৭টি, ৪। ০২ টি মাসিক পত্রিকা, ৫। ব্যাগ- ০১টি, ৬। মোমবাতি- ০২ টি, ৭। গ্যাসলাইট-০১টি, ৮। প্লাস্টিকের স্যান্ডেল- ০৩ টি উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

উক্ত অভিযুক্ত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ বিভিন্ন ইসলামি মুফতি যেমন জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানী প্রভৃতি বক্তার বয়ান শুনত এবং এইসব শুনে একটা সময় জিহাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক হয়ে উঠে। তাহারা একই চিন্তা-চেতনার অধিকারী হওয়ায় তাদের মধ্যে একে অপরের সাথে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে উঠে। উল্লেখিত আসামীগণ নিজেদেরকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়।

উল্লেখিত আসামীগণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত এবং সংগঠনের জন্য চাঁদা (ইয়ানত) উত্তোলন করে সংগঠনের তহবিল সংগ্রহে ভূমিকা রাখত। এ ছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে যেকোন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা ছিল। উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।