দূর্গাপুরে গাঁজাসহ গ্রেফতার-১

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
দূর্গাপুরে গাঁজাসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন বালিকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার করেছে ব্যাটাঃসদর, র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, ০৭ মার্চ ২০২০ তারিখ ১২.১০ ঘটিকায় ব্যাটাঃসদর, র‌্যব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন কুমুদগঞ্জ বাজার হতে সিধলী বাজার যাওয়ার পাকা রাস্তার উপর পশ্চিম বালিকান্দা গ্রামের তাহের ফকিরের মনোহরী দোকানের সামনে পৌছিলে ইউনিফর্ম পরিহিত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দিগ্ধ ০১ (এক) জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ধৃত করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ব্যাক্তি মোঃ মুকুল ফকির (৩০), পিতা- আকবর আলী ফকির, সাং-বালিকান্দা, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা এর দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা সাদা রংয়ের ব্যাগের ভিতর আকাশি রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় আনুমানিক কথিত গাঁজা মোট ১ কেজি ৩৫০ গ্রাম উদ্ধার করা হয়।

উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে উল্লেখিত গাঁজা তার নিজের বলে স্বীকার করতঃ অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। উপরোক্ত আসামীর বিরুদ্ধে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণী ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে ।