শেরপুর সীমান্তে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৬

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী অবকাশ পর্যটন কেন্দ্র থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদাসহ ছিনতাইকারী চক্রের ৬ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকার প্রবীন হাগিদকের ছেলে কয়েন, অনুকুল হাগিদকের ছেলে লিলি গাগরা, ধানশাইল এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জহুরুল ইসলাম, রামেরকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবর এলাকার শহিদুলের ছেলে জয়নাল মিয়া ও শহিদুলের ছোট ছেলে আয়নাল হক।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারী রংপুর থেকে গজনী অবকাশ পিকনিক স্পটে আসা দর্শণার্থীদের জিম্মি করে মোবাইলসহ টাকা পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ভুক্তোভুগিরা পাশ্ববর্তী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করলে পুলিশ বুধবার উত্তর ধানশাইল চকপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অবকাশ কেন্দ্রের ডাইনেসরের পাশের একটি জঙ্গলে অভিযান চালিয়ে আদিবাসী যুবক কয়েনকে আটক করে। এসময় তার পকেট থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের জঙ্গল থেকে দেশীয় পাঁচটি রামদাসহ তাদেরকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।