হালুয়াঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাটঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র” এই শ্লোগানে ময়মনসিংহের হালুয়াঘাটে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে ।

শনিবার সকালে হালুয়াঘাট থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে থানা চত্বর থেকে আনন্দ র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হন ।

অধ্যাপক আব্দুল মান্নান’র সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান’র সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির,ঝর্ণা ঘোষ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,ইউপি চেয়ারম্যান,কাউন্সিলর, শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।