হালুয়াঘাটে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
হালুয়াঘাটে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:মুজিব বর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে অস্বচ্ছল আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও ভিডিপি ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড.মোসতারী জাহান ফেরদৌস। গতকাল রবিবার (২২আগস্ট) সন্ধায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৬০ জন আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌসুমী আক্তার,তারাকান্দা উপজেলার আনসার ও ভিডিপির প্রশিক্ষক মাসুদ পারভেজ,সিনিয়ার ইউনিয়ন দলনেতা মো.রুহুল আমিন,আব্দুর রহিম,ইউনিয়ন কমান্ডার আব্দুল মতিন,হারুর অর-রশিদ প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে ছিল,চাল, ডাল, পিয়াজ, আলু ও সাবান।