হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক::ময়মনসিংহের হালুয়াঘাট থানার নবাগত ওসি মো.শাহীনুজ্জামান খান ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৩ আগস্ট) রাতে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ সভাপতি সাইফ জামান, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু,তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম.এ খালেক, সম্মানীত সদস্য এম.এ হামিদ, দুলাল রায় ও এম.এ মালেক, সাংবাদিক মো.মনিরুজ্জামান মনির প্রমুখ। সভার শুরুতে হালুয়াঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবাগত ওসি মো. শাহীনুজ্জামান খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সময় সংবাদ/ দেওয়ান নাঈম Share this:FacebookX Related posts: গৌরীপুরে মেয়র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় হালুয়াঘাটে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হালুয়াঘাটে শিক্ষার্থী পিটানো সেই শিক্ষিকার বিরুদ্ধে শিঘ্রই ব্যবস্থা- শফিউল হক হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে কৃষকের ধান কাটলেন স্কাউট সদস্যরা হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২ হালুয়াঘাটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে ২৭ লক্ষ টাকা বিতরণ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ হালুয়াঘাটে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জনি গ্রেফতার হালুয়াঘাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হালুয়াঘাটে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা SHARES Matched Content জেলা/উপজেলা বিষয়: ওসিরনবাগতমতবিনিময়সাথেসাংবাদিকদেরহালুয়াঘাটে