হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক::ময়মনসিংহের হালুয়াঘাট থানার নবাগত ওসি মো.শাহীনুজ্জামান খান ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ সভাপতি সাইফ জামান, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু,তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম.এ খালেক, সম্মানীত সদস্য এম.এ হামিদ, দুলাল রায় ও এম.এ মালেক, সাংবাদিক মো.মনিরুজ্জামান মনির প্রমুখ।

সভার শুরুতে হালুয়াঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবাগত ওসি মো. শাহীনুজ্জামান খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

 

সময় সংবাদ/ দেওয়ান নাঈম