হালুয়াঘাটে জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

::দেওয়ান নাঈম,হালুয়াঘাট::ময়মনসিংহের হালুয়াঘাটে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে ৫০হাজার টাকা করে ১৪ জনকে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (০৮সেপ্টেম্বর) সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।


উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান,ওসি মো. শাহীনুজ্জামান খানসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।