হালুয়াঘাটে ৩ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে খাদ্য সংকট মোকাবেলায় বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে বিনামূল্যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ৩৩৩ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩ কেজি করে বন্যা সহিষ্ণু উচ্চফলনশীল হাইব্রিড অ্যারাইজ এজেড ৭০০৬ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।

২৩ (জুন) দুপুরে উপজেলার ধারা মধ্য বাজারে বিনামূল্যে প্রত্যেক কৃষকের হাতে ৩ কেজি পরিমাণের এসব ধান বীজের প্যাকেট বিতরণ করা হয়।
মেসার্স শামীম ষ্টোর এর তত্ত্বাবধানে ও বায়ার ফর বাংলাদেশ লিমিটেডের আয়োজনে তাদের উৎপাদিত অ্যারাইজ এ.জেড ৭০০৬ জাতের বীজগুলো বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন বায়ার ফর বাংলাদেশ লিমিটেডের স্থানীয় পরিবেশক শামীম আহমেদ ও হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান প্রমূখ