নৌবহরে হামলার জেরে খাদ্যশস্য রপ্তানির চুক্তি স্থগিত করেছে রাশিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২ অনলাইন ডেস্ক ; কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার জেরে ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি স্থগিত করেছে রাশিয়া। ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার কাজে রাশিয়া কৃষ্ণসাগরে ওই নৌবহর মোতায়েন করেছিল। সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝাইয়েভ বলেছেন, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে কয়েক ঘণ্টা ধরে সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি বলেন, হামলার সময় তারা ১৬টি আকাশ ও সামুদ্রিক ড্রেন ধ্বংস করা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহতও হয়নি। তবে বড় ধরনের ক্ষতি না হলেও একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। পৃথক এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ কারণে তারা আর ইউক্রেনের খাদ্যশস্যবাহী কোনো জাহাজকে নিরাপত্তা দিতে পারবে না। ফলে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া। সূত্র: বিবিসি। Share this:FacebookX Related posts: ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া রাশিয়ায় নতুন সরকার গঠন করলেন পুতিন অস্ত্র উৎপাদনে রাশিয়াকে টপকে বিশ্বে দ্বিতীয় চীন করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৭টি নমুনার উন্নয়ন করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের বিক্ষোভে উত্তাল রাশিয়া : মস্কো লকডাউনড করোনার তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল রাশিয়া গণহারে ইউক্রেনীয়দের নাগরিকত্ব দেবে রাশিয়া ইউক্রেনে কঠিন পরিস্থিতির মুখে রাশিয়া ইরানে বিমান বিধ্বস্তে ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো করোনা আতঙ্কে কলাম্বিয়ার কারাগারে দাঙ্গায় নিহত ২৩, চিলিতে সান্ধ্য আইন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: খাদ্যশস্যনৌবহরেরপ্তানির চুক্তিরাশিয়াস্থগিত করেছেহামলার জেরে