হালুয়াঘাটে জ্বর, সর্দি শ্বাসকষ্ট ও হাপানী রোগে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্দুল মজিদ (৮০) নামক এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার সময় শাকুয়াই মোড়ে ব্যাটারি চালিত অটোরিক্সায় ঐ বৃদ্ধ মারা যায়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন জানান, মৃত ব্যক্তি অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন সে কৃষিকাজ করতেন, তার হাপানিসহ শ্বাস কষ্ট রোগ ছিল। সে কৃষ্ণনগর গ্রামের মৃত ওসন শেখ এর পুত্র।

এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনীর আহমেদ জানান, শাকুয়াই বাজারে মারা যাওয়া মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। সে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ হাপানীর রোগী ছিলেন। মৃত ব্যক্তির দাফন নিজ বাড়িতে সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদেরকে বাড়ির বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি অন্যদের কেউ ঐ বাড়িতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।