চিতলমারীতে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে: এসপি আরিফুল হক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২ বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতেসনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশ^স্ত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম। শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিময়াম ভবনেধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি কমিটির সভা এবং শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ সুপার আরো বলেন, বাগেরহাট জেলায় মাদক উদ্ধারে সব থেকে পিছিয়ে রয়েছে চিতলমারী থানা পুলিশ। পূজার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা ও লাইসেন্স বিহীন মটর বাইক নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা নিতে তিনি থানার ওসিকে নির্দেশ দেন। এছাড়াও পূজার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক, পিপিএম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, থানার ওসি এএইচ এম কামরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের শাখার সাধারণ সম্পাদক অলীপ সাহা কালা ও বড়গুণী মাদ্রাসার মাহতামিম মুফতি শাখাওয়াত উল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনে সকলকে আরো সুসংহত হতে হবে। শারদীয় দুর্গোৎসবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে যার যার দায়িত্ব পালনে আরো শতর্ক হতে হবে। প্রতি মন্দিরে সিসি ক্যামেরা লাগাতে হবে। যদি কোন মন্দির অসমর্থ হয় তাহলে মন্দিরে নিয়মিত পাহারার ব্যবস্থা করতে হবে। সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক এবং সকল মন্দিরে সভাতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: চিতলমারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চিতলমারীতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের চিতলমারীতে ব্র্যাক এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন চিতলমারীতে ১০০ কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান চিতলমারীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত চিতলমারীতে সাংবাদিকের ঘরে চুরি চিতলমারীতে কোরবানীর পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারি; নেই কাঙ্খিত খদ্দের চিতলমারীতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত- ২ চিতলমারীতে সড়কের বেহাল দশা,জনদূর্ভোগ চিতলমারীতে পানিতে ডুবে ১ জনের মৃত্যু চিতলমারীতে হিন্দু যুবককে নির্মম নির্যাতন, বিচারের দাবীতে মানববন্ধন চিতলমারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি দুই সন্তানের জননী SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: এসপি আরিফুল হকচিতলমারীতেদুর্গা পূজা অনুষ্ঠিত হবেশান্তিপূর্ণভাবে