সাতক্ষীরায় গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে খুলনা পাইকগাছা সড়কের তালা উপজেলার সাহাপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাজ্জাদ সরদার (৪৬)। তিনি উপজেলার আমানুল্লাহপুর গ্রামের সেফাতুল্যা সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সেলিম শেখ জানান, সকালে খুলনা থেকে পাইকগাছা অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তালার সাহাপুর এলাকায় পৌঁছলে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নীচে চাপা পড়ে মারা যান। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সাজ্জাদ পাইকগাছায় ভগ্নিপতি শহিদুল ইসলামের জানাযায় শরিক হতে খুলনা থেকে সকালে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় নিজেই লাশ হয়ে বাড়িতে ফিরলেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।