আম্পানে সাতক্ষীরায় সাড়ে ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ২২, ২০২০

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় ১২ হাজার ৭শ চিংড়ী ঘেরসহ দেড় হাজার মৎস্য ঘের ভেসে গেছে। বৃহস্পতিবার রাতে মিট দ্য প্রেস এ জেলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
তিনি বলেন, ‘জেলার ১ হাজার ৯০৭টি আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ৭০ হাজার মানুষ আশ্রয় নেয়। ১২ হাজার ৭শ চিংড়ীর ঘেরসহ দেড় হাজার মৎস্য ঘের ভেসে যায়। সাড়ে ২২ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৬১ হাজার আর রাস্তা ৮১ কি.মি. ও সাড়ে ৫৭ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে।’

জেলা প্রশাসক বলেন, ‘কৃষিখাতে ক্ষতি হয়েছে ১৩৭ কোটি ৬১ লাখ ও মৎস্য খাতে ১৭৬ কোটি টাকার সম্ভাব্য ক্ষতি নির্ধারণ করা হয়েছে।’

এদিকে, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু করেছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভোমরা ইউনিয়নে ঝড়ে বিধ্বস্ত ঘর পুনর্নির্মাণে শিরিনা বেগমকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার দুই বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ সময় ৫ জনকে এই সহয়তা দিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেন। সদর-২ আসনের সাংসদ, সদর উপজেলা চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন। মিট দ্য প্রেসে কৃষি মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।