সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবাশীস ঘোষ রানা, মহিবুল্লাহ, ওয়াজেদ আলী, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের আসাদুল ইসলাম আসাদ, তৌহিদুল ইসলাম, আজহারুল ইসলাম খোকন, রবিউল ইসলাম ও একই গ্রামের মনোয়ার হোসাইনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তারা এলাকার নিরীহ মানুষদের জমি দখলও করে থাকেন। পাশাপাশি চাঁদাবাজিও করে থাকেন।

অথচ মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা নির্বিঘ্নে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বক্তারা এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।