সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের ফেরত দিল পুলিশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গত দুই মাসে হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া তিন ব্যক্তির ৪৯ হাজার ছয়শত টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট পৌঁছে দিয়েছেন জেলা পুলিশ। সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে উদ্ধারকৃত ৪০টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ একাউন্টের ম্যাধমে খোয়া যাওয়া ৪৯ হাজার ৬০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মেবাইল ও উদ্ধারকৃত বিকারে টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সজীব খান, জেলার পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান) রেজাউল ইসলাম রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি বাবুল আক্তার, সাব ইন্সপেক্টর ওহিদ প্রমুখ। এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অনেক সময় অনেকে কষ্ট করে ১৫-২০ হাজার টাকা বা আরও দামী মোবাইল কিনে অসাবধানতার কারণে সেগুলা হারিয়ে বা চুরি হয়ে যায়। আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করেছি সেগুলা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার জন্য। আমরা ইতিমধ্যে দেড় কোটি টাকার বেশি মোবাইল ফোন, বিকাশ প্রতারনার মাধ্যমে নিয়ে নেয়া টাকা ও বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছি। Share this:FacebookX Related posts: খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে মাদক সম্রাট গ্রেফতার সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইন বাড়িতে লাল পতাকা খুলনায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে দায়ীত্ব পালন করছে পুলিশ সুন্দরবনের গহীনে হারিয়ে যাওয়া ৬ কিশোর ১৮ ঘন্টা পর উদ্ধার সাতক্ষীরায় সংখ্যালঘুর বাড়িতে হামলা ও ভাংচুর,জড়িতদের গ্রেফতার দাবি সাতক্ষীরায় একই পরিবারের ৪জনকে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাইকে গ্রেপ্তার সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় সরিষা ক্ষেতে চলছে মধু চাষের মহাউৎসব ঝিনাইদহে বিএনপির মানববন্ধনের ব্যানার কেড়ে নিল পুলিশ বৃদ্ধ বাবাকে গভীর রাতে সড়কে ফেলে গেল সন্তান, হাসপাতালে নিল পুলিশ সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ৪০টিপুলিশপ্রকৃত মালিকদেরফেরত দিলমোবাইল উদ্ধারসাতক্ষীরায়হারিয়ে যাওয়া