সাতক্ষীরায় প্রথম করোনা জয়ী স্বাস্থ্যকর্মীকে ফুলেল শুভেচ্ছা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে করোনা জয় করা স্বাস্থ্যকর্মীকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। একইসঙ্গে তাকে আরও কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি। সর্বশেষ দুটি রিপোর্টে করোনা নেগেটিভ আসায় শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত তাকে ছাড়পত্র দেন। করোনা জয়ী মাহমুদুল হক সুমন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান। জেলা প্রশাসক সুমনের করোনা জয়ের খবর খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে জানান। এ সময় খুলনা বিভাগীয় কমিশনারও মোবাইলে করোনা জয়ী স্বাস্থ্যকর্মী সুমনকে অভিনন্দন জানান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন। সুমন সাতক্ষীরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনা আক্রান্ত হয়ে প্রথমে খুবই ভয় পেয়েছিলাম। জেলা প্রশাসক ও সদর ইউএনও স্যার এবং সিভিল সার্জন স্যার সবসময় আমার খোঁজখবর নিয়েছেন। সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। গত ২৬ এপ্রিল কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার নিজ বাড়িতে আসেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান মাহমুদুল হক সুমন। শার্শা থেকে আক্রান্ত হলেও তিনিই সাতক্ষীরার প্রথম করোনা রোগী হিসেবে বিবেচিত হন। Share this:FacebookX Related posts: সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইন বাড়িতে লাল পতাকা সাতক্ষীরায় কাঁঠালের বাম্পার ফলন আম্পানে সাতক্ষীরায় সাড়ে ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ সাতক্ষীরায় সংখ্যালঘুর বাড়িতে হামলা ও ভাংচুর,জড়িতদের গ্রেফতার দাবি সাতক্ষীরায় একই পরিবারের ৪জনকে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাইকে গ্রেপ্তার সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় সরিষা ক্ষেতে চলছে মধু চাষের মহাউৎসব খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: প্রথম করোনা জয়ীফুলেল শুভেচ্ছাসাতক্ষীরায়স্বাস্থ্যকর্মীকে