সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইন বাড়িতে লাল পতাকা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে অব্যহত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ ও ব্যবহারে পরামর্শ দেয়া, হোম কোয়ারেন্টাইনদের বাড়িতে লাল পতাকা স্থাপন ও না মানায় জরিমানা কার্যক্রম দিনভর চলে। করোনা ভাইরাস প্রতিরোধে জেলার ৭ উপজেলায় এসব কার্যক্রম অব্যহত আছে।

সাতক্ষীরা সদর সহকারী কমিশনার ভূমি উপজেলার ব্রম্মরাজপুর বাজারে দুটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ২টি টেলিভিষণ জব্দ করেন। একই স্থানের বাসিন্দা বৃহস্পতিবার ভারত থেকে এসে ঘোরাঘুরি করায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণসহ বাড়িতে লাল পতাকা স্থাপন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক ভোমরা স্থলবন্দরে অভিযান চালিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম নিশ্চিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমীন জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিশ্চিত করতে কয়েকজন ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা শহরের বড় বাজার পরিদর্শন করে নিত্যপন্যর মূল্য স্বাভাবিক থাকায় তাদেরকে আরও সতর্ক করেন এবং তালা উপজেলার প্রান্তিক পর্যায়ে বিদেশ ফেরতীর বাড়িতে পৌছে লাল পতাকা স্থাপন করে করোনা প্রতিরোধের বিভিন্ন জিনিসপত্র প্রদান করেন। দেবহাটা উপজেলায় একই রকম কার্যক্রম পরিচালনার পাশাপাশি দ্রব্যমূল্য নিশ্চিত করতে কয়েকজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে কলারোয়া, শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা সচেতনতার পাশাপাশি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়িতে লাল ফ্লাগ বসিয়ে দেয়া হয়। পাশাপাশি কালিগঞ্জের প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলানোর বিষয়ে নিশ্চিত করা হয়।