চিতলমারীতে শিক্ষাবিদ এনামুল কবিরের জানাজা সম্পন্ন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
চিতলমারীতে শিক্ষাবিদ এনামুল কবিরের জানাজা সম্পন্ন

বিভাষ দাস চিতলমারী বাগেরহাট ; বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ভগ্নিপতি বিশিষ্ট শিক্ষাবিদ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যায় কলেজের প্রাক্তান অধ্যক্ষ শিকদার এনামুল কবিরের জানাজা রবিবার দুপুর ২ টায় তার নিজ গ্রাম বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ঈদগাও মাঠে সম্পন্ন হয়েছে।

জানাজায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. মাহাতাবুজ্জামান, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লি। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শিকদার এনামুল কবির গত ৫ ফেব্রুয়ারী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।