চিতলমারীতে আগুনে দোকান পুড়ে ছাঁই, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ১৩, ২০২২

বিভাষ দাস,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর দড়ি উমাজুড়ী গ্রামে সুভাষ মার্কেটে আগুন লেগে একটি চায়ের দোকান ভষ্মীভূত হয়েছে।

গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারানা করা হচ্ছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মার্কেটের মালিক সুভাষ মন্ডল জানান, স্থানীয় সৈকত ঢালী তার মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে চায়ের দোকান পরিচালনা করে। এদিন রাত আটটার দিকে সৈকত দোকান বন্ধ করে চলে যায়। কিন্তু রাত নয়টার দিকে প্রতিবেশিরা দোকানে আগুন দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে আমার এবং ভাড়াটিয়া সৈকত ঢালীর প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জানান,আগুন লাগার খবর শুনে আমি বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি। কিন্তু তারা পৌছাবার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। মালিকের একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতি গ্রস্থরা আবেদন করলে সরকারী ভাবে সহায়তা করা হবে।