চিতলমারীতে প্রতিবন্ধী যুবতী ধর্ষণ; থানায় মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে চরডাকাতিয়া সিকদার পাড়ায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী যুবতী ধর্ষনের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষক আকরাম (আক্কেল) শেখ(৫৫) কে আসামী করে চিতলমারী থানায় মামলা দায়ের করেছে। ধর্ষক আক্কেল একই গ্রামের মৃতঃ মোফেল শেখের ছেলে। ধর্ষনের শিকার ওই প্রতিবন্ধী যুবতী সমাজ সেবা অধিদপ্তরের ০৩০১০০২৪৯৭৪ সিরিয়ালে ২৩৭ নং বইয়ের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা পায়। তার ব্যাংক হিসাব নম্বর ১৫১৬৮। জন্ম নিবন্ধন অনুসারে তার জন্ম তারিখ ১৮-১১-১৯৯৫। স্থানীয়রা জানায়, আক্কেল শেখ ওই প্রতিবন্ধীর বাড়ীর সামনে প্রায়ই গরু চড়াতো। মাঝে মধ্যে সে ওই বাড়ীতে যাওয়া আসা করতো। আক্কেল বয়স্ক লোক হওয়ায় গ্রামের কেউ তার ওই বাড়ীতে যাওয়া আসাটাকে ভিন্ন দৃষ্টিতে দেখতো না। কারন তার ছেলে মেয়ে ও নাতি-নাতনী রয়েছে। ওই প্রতিবন্ধীর বাবা শাহজাহান সিকদার জানায়, কয়েকদিন আগে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আল্ট্রাসোনো করে জানায়,তার মেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা। আমার নির্বাক সহজ সরল মেয়ের সাথে এহেন কাজ কেউ করতে পারে তা কখনো ভাবতে পারিনি। আমি এ ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তি ও মেয়ের সামাজিক স্বীকৃতি দাবী করছি। সংশ্লিষ্ট ওয়ার্র্ডের সাবেক ইউপি সদস্য হায়দার সিকদার বলেন, আমরা এই অপরাধীর সর্বোচ্চ শান্তি এবং মেয়েটির নিরাপত্তা ও তার গর্ভের সন্তানের সামাজিক স্বীকৃতি চাই। চিতলমারী থানার ওসি মীর শরীফুল হক জানান, উপজেলার চরডাকাতিয়া সিকদার পাড়ার মেয়ে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী যুবতী মেয়েকে ধর্ষনের বিষয়ে তার পিতা ১৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১ ধারায় আকরাম (আক্কেল) শেখকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা নং ৮। আমরা আসামীকে ধরার চেষ্টায় আছি। Share this:FacebookX Related posts: চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ চিতলমারীতে একমাত্র ওয়্যারম্যান দিয়ে চলছে বিটিসিএল অফিস চিতলমারীতে তুচ্ছ ঘটনায় শিশুর আত্মহত্যা চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত চিতলমারীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত চিতলমারীতে কর্মহীন শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান চিতলমারীতে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে খাদ্য বিতরণ চিতলমারীতে ১০০ কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান চিতলমারীতে ২শত কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান চিতলমারীতে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা চিতলমারীতে নারী সাংবাদিকের পরিবারে হামলা, আহত ৫ চিতলমারীতে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ১৬ মুক্তিযোদ্ধা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: চিতলমারীতেথানায় মামলাপ্রতিবন্ধী যুবতী ধর্ষণ