কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের পাঁচবিবিতে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার মাঝিনা গ্রাম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, ওই কলেজছাত্রীর বাবা ঋণ খেলাপির দায়ে বর্তমানে জেলখানায় রয়েছেন। শুক্রবার দিনের বেলায় চাচাতো দুই বোনকে নিয়ে স্বপ্নপুরী ঘুরতে যায় সে। সন্ধ্যার পরে তারা বাড়ি ফিরে আসে। রাতে চাচাতো বোনদের পাশের কক্ষে ঘুমাতে বলে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে সে।

তিনি আরও জানান, শনিবার সকালে বিবস্ত্র অবস্থায় ঘরের মেঝেতে তার মরদেহ পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কলেজছাত্রীর গলায় ওড়না পেঁচানো ও মুখে কাপড় গুঁজে রাখা ছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, শনিবার সকালে ওই কলেজছাত্রীর ঘরের দরজা খোলা এবং তার মরদেহ মাটিতে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে এমন দেখতে পেয়ে পাশের কক্ষে থাকা চাচাতো দুই বোন চিৎকার করে। এ সময় স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িটি ঘিরে রেখে বিভিন্ন আলামত, তথ্য উপাত্য সংগ্রহ করার চেষ্টা করছে।

সিনিয়ার সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম জানান, সিরাজগঞ্জ থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিটের একটি দল আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে- একাধিক ব্যক্তি তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।