ধুনটে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
ধুনটে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

অনলাইন ডেস্ক : বগুড়ার ধুনটে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত¡রে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউএনএফপিএ- এর জেলা কর্মকর্তা তামিমা তাসরীন।

ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, চৌকিবাড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, বহালগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, ধুনট থানার নারী ও শিশু সহায়তা কেন্দ্রে কর্মকর্তা এএসআই মনোয়ারা খাতুন, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান, ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম ও শিক্ষার্থী নাবিলা হাসান বর্ষা।