ময়মনসিংহে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কুরতলিপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রেখা আক্তার (৪৫) ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে রেখা আক্তার মানসিক রোগে ভুগছিলেন। শনিবার গভীর রাতে তাকে ঘরে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে ঘরের পাশে গোয়াল ঘরের ধর্নার সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা পুলিশকে জানালে খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেন বলেন, মৃত রেখা আক্তার মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।