রাণীনগরে ১০ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নারীরা পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। প্রাণে বাঁচলেও হারিয়েছেন সমভ্রম। তারাই মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন ও গুপ্তচরের কাজ করেছেন। অথচ তাদের এই অবদানের কথা বহুলাংশে অশ্রুতই রয়ে গেছে। রোববার নওগাঁ জেলা পুলিশ জেলার রাণীনগর উপজেলার আতাইকুলাগ্রামের এমন ১০নারী মুক্তিযোদ্ধাকে (বীরঙ্গনা) সংবর্ধনা দিয়েছে। এই ১০নারী মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে জীবিত ৬জন হলেন সুষমা পাল, কালী বালা, মায়া রাণী সূত্রধর, রাশমনি সূত্রধর, সন্ধ্যা রাণী পাল ও গীতা রাণী পাল। নারী মুক্তিযোদ্ধা বাণী রাণী পাল, ক্ষান্তা রাণী পাল, রেনু বালা ও সুষমা সূত্রধর বেঁচে নেই। গত বছর ৪ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে ওই ১০ নারীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। ওই ১০ নারী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। মৃত চার নারী মুক্তিযোদ্ধার পক্ষে তাঁদের স্বজনেরা উপহার গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাণীনগর উপজেলা শাখার কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মুক্তিযোদ্ধা প্রদ্যুৎ কুমার পাল প্রমুখ। পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, ‘দেশের জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং নিজেদের মহামূল্যবান সমভ্রম হারিয়েছেন এমন অনেক নারী দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থেকে সামাজিক নিগ্রহ সয়ে জীবনটাকে বয়ে বেড়াচ্ছিলেন। অনেকেই জানতেন না বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা। বর্তমান সরকার বীর মায়েদের সম্মান দিয়েছে। তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই মায়েদের সংবর্ধনা জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত হলাম।’ Share this:FacebookX Related posts: মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধার দোকানে লুটপাট ও ভাংচুর আত্রাইয়ে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আত্রাইয়ে হারপিক খেয়ে গৃহবধূর আত্মহত্যা গাজিরভিটায় মুক্তিযোদ্ধা মরহুম মকবুল হোসেন সিদ্দিকীর স্বরণ সভা অনুষ্ঠিত গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, ফাদার কারাগারে পাবনায় ২ টাকার লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মাননববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক “অগ্নিস্বাক্ষর” বইয়ের মোড়ক উন্মোচন আত্রাইয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা ধুনটে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা মান্দায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: মুক্তিযোদ্ধারাণীনগরে ১০ নারীসংবর্ধনা