বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাওয়া এক কিশোরীকে (১৫) উদ্ধার টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯’এ ফোন করে বিষয়টি জানান ওই কিশোরীর মামা।
পরে বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব প্রান্তে চলন্ত বাস থেকে কিশোরীকে উদ্ধার করে ওই থানার পুলিশ।

জয়পুরহাট সদরের মুসলিম নগর থেকে ওই কলার ফোন করে জানান, তার দশম শ্রেণিতে পড়ুয়া ভাগ্নী বাড়ি থেকে বাবা মায়ের ওপর রাগ করে চলে গেছে। তারা অনেক খোঁজাখুঁজি করে তার ভাগ্নীকে পাননি। এক পরিচিত অটোচালকের মাধ্যমে তারা জানতে পারেন, তার ভাগ্নী ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে উঠেছে। বাসটি প্রায় ৩ ঘন্টা পূর্বে জয়পুরহাট থেকে ছেড়ে গেছে। কলার ৯৯৯ কে তার ভাগ্নিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

৯৯৯ এর পরামর্শে কলার শ্যামলী পরিবহনের বাসটির চালকের সহকারীর ফোন নম্বর সংগ্রহ করে ৯৯৯ কে জানায়। ৯৯৯ চালকের সহকারীকে ফোন করে বাসটি ও কিশোরীর অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়। ৯৯৯ তাৎক্ষণিক ভাবে বিষয়টি টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব থানা পুলিশকে জানিয়ে কিশোরীকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

খবর পেয়ে পুলিশের একটি দল সেতুর পূর্ব প্রান্তে রওনা দেয়। পরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব থানার ডিউটি অফিসার এএসআই ইমতিয়াজ ৯৯৯ কে ফোনে জানান, তারা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। মেয়েটির বাড়িতে খবর দেয়া হয়েছে। তারা এসে পৌঁছালে মেয়েটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তীতে থানা থেকে ৯৯৯ এ ফোন করে জানানো হয়, মেয়েটির মা থানায় এলে তার কাছে মেয়েটিকে হস্তান্তর করা হয়েছে।

পরে ৯৯৯ থেকে মেয়ের মাকে ফোন করা হলে তিনি তার মেয়েকে ফিরে পাওয়ার কথা জানিয়ে ৯৯৯ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।