আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাগোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোতালেব হোসেনরে স্ত্রী শিরিনা আক্তারকে (৩৫) তার ননদ প্রায়ই মানুষিক ও শারীরিক নির্যাতন করত। এরই এক পর্যায় গত বৃহস্পতিবার বিকেলে গৃহবধূ শিরিনাকে তার শ^াশুড়ী ও ননদ মারপিট করে।

এ ঘটনায় রাতে ওই গৃহবধূ বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরের দিকে সে মারা যায়।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে রাজশাহীর রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।