আত্রাইয়ে ওসি‘র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী বিফা

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষাপেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী বিফা খাতুন (১৬)। ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর গ্রামে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে আত্রাই থানার বিহারীপুর গ্রামের বাবুর ছেলে রিমন হোসেন (২০) সঙ্গে একই উপজেলার রসুলপুর গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে ও ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া বিফার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে বাল্য বিবাহ নিষিদ্ধ। তাই কিশোরী মেয়েটি যাতে লেখাপড়া করে বিকাশিত হতে পারে, সে জন্য বিয়ে বন্ধ করে শিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।