রাজশাহীতে ‘জয়িতা’ পুরষ্কারের জন্য নির্বাচিত ১০ নারী

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

অনলাইন ডেস্ক : সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাজশাহী বিভাগ থেকে এবার ‘জয়িতা’ পুরষ্কারের জন্য প্রাথমিকভাবে ১০ নারীকে নির্বাচিত করা হয়েছে।

রোববার বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণ ২০১৯ কার্যক্রম’ সংক্রন্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবার নির্বাচিত নারীরা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুমনা সুলতানা ও বগুড় সদর উপজেলার জাকিয়া সুলতানা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মোসা. সুলতানা রাজিয়া ও শিবগঞ্জ উপজেলার মিফতাহুল জান্নাত। সফল জননী নারী ক্যাটাগরিতে রাজশাহী সদর উপজেলার আমিনা হক ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মোসা. জাহানারা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাড়িঁয়েছেন ক্যাটাগরিতে পাবনার চাটমোহর উপজেলার মোছা. রোজিনা খাতুন ও রাজশাহীর বাগমারা উপজেলার মোছা. জান্নাতুন নেছা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে রাজশাহী সদর উপজেলার মোসা. সেলিনা বেগম ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মোছা.ফুলেরা খাতুন।

সংবাদ সম্মেলনে জানানো হয় ‘জয়িতা’ পুরষ্করের পাঁচ ক্যাটাগরিতে এবার বিভাগের আট জেলার ৬৭ উপজেলার থেকে ৩৩৭টি আবেদন পওয়া যায়। এর মধ্যে জেলা থেকে প্রাপ্ত জয়িতাদের মধ্যে থেকে প্রতি ক্যাটাগরিতে ২ জন কের ১০ জনের একটি শর্ট লিস্ট তৈরির জন্য বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি বিভাগীয় কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রতিটি ক্যাটাগরি থেকে চ’ড়ান্ত পর্যায়ে জয়িতা নির্বাচনের জন্য ৭০ নম্বরের মার্কিং করে। সেখান থেকে প্রতি ক্যাটাগরিতে দু’জনের নাম প্রথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পরে এখান থেকে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে চুড়ান্ত নির্বাচিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক জিয়াউল হক, মহিলা বিষয়ক উপ-পরিচালক শবনম শিরিন প্রমুখ।