সুন্দরবনে বিলুপ্ত প্রজাতির ২টি কচ্ছপের ডিম থেকে ৩৭টি বাচ্চা ফুটেছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বিলুপ্ত প্রজাতির দুটি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপের ডিম থেকে ৩৭টি বাচ্চা ফুটেছে। শুক্রবার বিকালে প্রজনন কেন্দ্রে পুকুর পাড়ে ডিমগুলো প্রাকৃতিক উপায়ে বালুর মধ্যে রাখা দুটি বাটাগুর বাসকা কচ্ছপের ৫০টি ডিম থেকে একে-একে ৩৭টি বাচ্চা ফুটে বের হয়ে আসে। এসব বাচ্চা এখন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। চলতি প্রজনন মৌসুমে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এবার ৪টি বাটাগুর বাসকা কচ্ছপ ৯৬টি ডিম পাড়ে। এরমধ্যে ২৮ ফেব্রুয়ারী প্রথম একটি মা কচ্ছপ ২৭টি ডিম পাড়ে। এরপর ৩ মার্চ রাতে একটি মা কচ্ছপ ২৩টি ডিম পাড়ে। এসব ডিম থেকে বাচ্চা ফুটাতে প্রাকৃতিক উপায়ে বালুর মধ্যে রাখা হয়। ডিমগুলো থেকে ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে বাচ্চা ফুটার কথা থাকলেও এবছর অত্যাধিক তাপদাহে ফলে যথাক্রমে ৬২ ও ৫৯দিনে ডিম থেকে বাচ্চা ফুটেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুর বাসকা প্রজাতির অপর ২টি কচ্ছপ ৫ মার্চ ২৩টি ও ২০ মার্চ ২৩ ডিম পাড়ে। ওই ৪৬টি ডিম থেকে বাচ্চা ফুটাতে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে প্রাকৃতিক উপায়ে বালুর মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ২০০০ থেকে পৃথিবীতে খুজে না পাওয়া বিলুপ্ত প্রজাতির ৮টি বাটাগুর বাসকা কচ্চপ ২০০৮ সালে আমাদের দেশের নোয়াখালী ও বরিশালের বিভিন্ন জলাশয়ে ৮টি বাটাগুর বাসকার সন্ধান মেলে। এই ৮টি বাটাগুর বাসকার মধ্যে ছিল ৪টি পুরুষ ও ৪টি স্ত্রী। ২০১৪ সালে ৮টি বাটাগুর বাসকা ও তাদের জন্ম দেয়া ৯৪টি বাচ্চা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২০১৭ সালে প্রথম দু’টি বাটাগুর বাসকা কচ্ছপের ৬৩টি ডিম থেকে ৫৭টি বাচ্চা জন্ম নেয়। এবপর ২০১৮ সালে দু’টি কচ্ছপের ৪৬ ডিম থেকে ২১টি বাচ্চা, ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২টি ডিম থেকে ৩২টি বাচ্চা, ২০২০ সালের ১০ মে একটি কচ্ছপের ৩৫টি ডিম থেকে ৩৪টি বাচ্চা জন্ম নেয়। ইতিমধ্যে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থেকে ২০১৭ সালে ২টি, ২০১৮ সালে ৫টি, ২০১৯ সালে ৫টি বাটাগুল বাসকা কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয় বলে জানান এই কর্মকর্তা। Share this:FacebookX Related posts: সুন্দরবনে ফারুক বাহিনীর প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত সুন্দরবনে দুটি অজগর অবমুক্ত সুন্দরবনে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান বাগেরহাটের সুন্দরবনে আজ থেকে শুরু হচ্ছে মধু আহরণ সুন্দরবনে দুটি অজগর অবমুক্ত শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বাগেরহাটে বির্তক প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ২টি কচ্ছপেরডিম থেকে ৩৭টি বাচ্চা ফুটেছেবিলুপ্ত প্রজাতিরসুন্দরবনে