সুন্দরবনে দুটি অজগর অবমুক্ত

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাটের শরণখোলার পৃথক দুই গ্রাম থেকে দুটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকালে বনসংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা ও বিকেলে রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রাম থেকে সাপ দুটি আটক করা হয়। পরে সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ১ নম্বর ও ২৪ নম্বর ভোলা কম্পার্টমেন্ট এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের মাঠকর্মী মো. আবু নাইম জানান, বিকালে সোনাতলা গ্রামের আ. হক মল্লিকের মুরগির খোপ থেকে প্রায় ১০ফুট লম্বা অজগরটি ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উদ্ধার করে।

অপরদিকে, বিকেল তিনটার দিকে লাকুড়তরা গ্রামের সঞ্জয় কুলুর বাড়ির কুমড়ার মাচার জালে আটকে পড়া প্রায় ৮ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সাপ দুটি সন্ধ্যায় সুন্দরবনের ১ নম্বর ও ২৪ নম্বর ভোলা কম্পার্টমেন্ট এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।