ঘুড়ি উড়াতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে আহত শিশু মারা গেছে। রোববার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার সকালে কোমরাইল গ্রামের বিশ্বাস পাড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে শিশুটি আহত হয়েছিল।

নিহত তাসিন (৭) ওই এলাকার রফিকুল ইসলাম বিশ্বাসের ছোট ছেলে।

তাসিনের মা সাবিনা বেগম (৩৫) জানান, শনিবার সকালে ঘুড়ি উড়ানোর জন্য তাসিন বাড়ির ছাদে ওঠে। বুঝতে পেরে তাসিনকে ছাদ থেকে নামিয়ে আনি। পরে আবারও সে ছাদে উঠে ঘুড়ি উড়াতে যায়। একপর্যায়ে তাসিন ছাদ থেকে উঠানে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পায়।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, আহতাবস্থায় তাসিনকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার গরিব নেওয়াজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তাসিন রোববার ভোর ৫টার দিকে মারা যায়।