গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ গৌরীপুরে ভিক্ষুকের মাঝে ঋণ বিতরণ করেছে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প। রবিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মাওহা ইউনিয়নের ৩৫ জন ভিক্ষুকের মাঝে ১০ হাজার টাকা করে এ ঋন বিতরণ করা হয়।

উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক সিফাত মানজুর শুভ জানান, সমাজসেবা কার্যালয়ের সুপারিশক্রমে ভিক্ষুকদের এ ঋণ বিতরণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেন তিনি। ঋণ গ্রহিতাদের ২ হাজার ৪০০ টাকার সঞ্চয়ের বিপরীতে প্রথম অবস্থায় ১০ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে। ঋণ গ্রহিতারা মাসিক ৯০০ টাকা কিস্তিতে ১২ মাসে এ টাকা পরিশোধ করবেন। তারা চাইলে পরবর্তীতে আরও বেশি ঋণের জন্য আবেদন করতে পারবেন বলে জানান তিনি।

উপজেলার মাওহা ইউনিয়নের লোনাপাড়া গ্রামের মৃত আতর আলীর স্ত্রী জবেদা খাতুন জানান, দীর্ঘদিন যাবত তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। এ ঋণের টাকা দিয়ে তিনি একটি মুদির দোকান দিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন।