বড়াইগ্রামে ৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১ বড়াইগ্রামে ৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে ৪৮ লক্ষ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইনসহ মাইনুল ইসলাম (৪৭) নামে এক ট্রাক মালিককে আটক করেছে পুলিশ। একই সাথে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে। শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামোরাজারামপুর এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকপুর এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি চালায় এবং সিটের নিচে দুটি প্যাকেটে ভরা ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় চালকের পাশে বসা ওই ট্রাকের মালিক মাইনুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য নূন্যতম ৪৮ লাখ টাকা। থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটক মাইনুল ইসলাম এর আগেও একাধিকবার ফেনসিডিল, হেরোইন ও অন্যান্য মাদকসহ আটক হয়েছেন এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমান ঘটনায়ও তার নামে মাদক আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হবে। Share this:FacebookX Related posts: বড়াইগ্রামে হেরোইনসহ বাসযাত্রী আটক পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার গাঁজা-মদসহ ১০ মাদকসেবী আটক বড়াইগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু SHARES Matched Content অপরাধ বিষয়: ৪৮ লাখ টাকারট্রাক মালিক আটকবড়াইগ্রামেহেরোইনসহ