মদনে কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সরকারি নির্দেশনা অমান্য করে নেত্রকোনার মদন পৌরসদরের জাহাঙ্গীরপুর বৈশ্যপাড়া এলাকায় শনিবার পাঠদান কর্মসূচি অব্যাহত রাখায় সারোয়ার জাহান নামের এক কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এ জরিমানা করেন।
ইউএনও বলেন, করোনাকালে কোচিং সেন্টার পরিচালনা করায় সংক্রামক রোগ (প্রতিরোধ)নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ধারা মোতাবেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়েছে।

যে সব কোচিং সেন্টারের কার্যক্রম এখনো চলছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।