জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ অনলাইন ডেস্ক : জয়পুরহাটে গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কালাই উপজেলার পুনট নান্দাইল দিঘী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার চাঁনসার গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৩২) ও একই উপজেলার পাঁইকোঠা গ্রামের শিপন মিয়া (৩৫)। র্যাব সূত্র জানায়, একটি পিকআপ থেকে গাঁজা বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার রাত ২টায় কালাই উপজেলার পুনট নান্দাইল দিঘী মোড় এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় গাঁজা বহনকারী পিকআপসহ সাইফুল ইসলাম ও শিপন মিয়াকে হাতে নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে কৌশলে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধ ভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট পিকআপযোগে সরবরাহ করে আসছিল তারা। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, অভিযানের সময় ৫০ কেজি গাঁজাসহ মাদক বিক্রির ১৬শ টাকা, দুটি মোবাইল সেট, ৩টি সীম কার্ড ও পিকআপটি জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ সাইফুল ইসলাম ও শিপন মিয়াকে কালাই থানায় সোপর্দ করা হয়েছে। মাদককে নির্মূল করতে র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: সাপাহারে গাঁজাসহ সৎ বাবা-মেয়ে আটক গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ নারী আটক জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার গাঁজাসহ দুই মাদক কারবারী আটক মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক লালপুরে গাঁজাসহ ইউপি সদস্যসহ আটক ২ SHARES Matched Content অপরাধ বিষয়: গাঁজাসহজয়পুরহাটেদুই মাদক ব্যবসায়ী আটক