বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

অনলাইন ডেস্ক ; র‌্যাব পাবনা -১২ এক অভিযানে বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক। সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানেক ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার গয়েশ এলাকায় অভিযানা চালিকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সোমবার রাতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে একটি দল অভিযানে চালিয়ে আটঘড়িয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে। সে আটঘরিয়া থানার মো.আব্দুল হাই প্রামানিকের ছেলে। এসময় তার কাছে থেকে ১টি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব আরো জানায়, অভিযুক্ত আসামী দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে সঙ্গে জড়িত এবং অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। আসামিকে জিজ্ঞাসাবাদে নিজের কাছে অস্ত্র রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ করে আসছিল বলেও সে স্বীকার করে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আম্মেদ জানান, আরিফুলের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।