বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে সাময়িক অসহায়ত্বের শিকার হওয়া পরিবারের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ও পৌর মেয়র কেএম জাকির হোসেন ২০০ পরিবারের প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেন। নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণের মধ্য দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থিত পরিবারের প্রতিনিধিরা প্রতিজন নগদ অর্থ ৫’শত টাকা ও সেনিটাইজার সামগ্রীর মধ্যে সাবান, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোবস, ব্লিচিং পাউডার, সাবান গ্রহণ করেন।

পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে দল-মত নির্বিশেষে সকল অসহায়দের তালিকা তৈরী চলমান আছে। সে তালিকার প্রতিজনই সরকারের দেয়া সব সুযোগ-সুবিধা শতভাগ পাবে। পাশাপাশি পৌরসভা ও ব্যক্তিগতভাবেও সহায়তা প্রদান করা হবে।