বড়াইগ্রামে হেরোইনসহ বাসযাত্রী আটক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ের ফাইভ স্টার হোটেলের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ১০০ গ্রাম হেরোইনসহ আল্লামা হোসেন আলম (৫৫) নামে একজনকে আটক করেছে। আলম রাজশাহীর গোদাগাড়ী দিনচর কানাপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে হাইওয়ে থানা পুলিশ রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বিভিন্ন বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২২৪৮) থেকে বাসযাত্রী আল্লাম হোসেনকে সন্দেহভাজন আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে নাটোরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।