গলাচিপায় স্বামীর হাতে স্ত্রী খুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গলাচিপায় পারিবারিক কলোহের জেরে দুই সন্তানের জননী জেসমিন বেগম বেলিকে (৩০) পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামে। পুুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনালে হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ জেসমিনের বাবা বেল্লাল মাল একটি হত্যা মামলার প্রস্তুতিনিচ্ছেন। গলাচিপা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানান, উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের সোবাহান মীরের ছেলে নুরজামাল মীরের সাথে রতনদীতালতলী ইউনিয়নের বেল্লাল মালের মেয়ে জেসমিন বেগম বেলির সাথে প্রায় দশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছেন। তবে আজ কী নিয়ে ঝগড়া হয়ে তা এখনো জানা সম্ভব হয়নি। এ দম্পতির ঘরে দুইটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহত গৃহবধূ জেসমিনের স্বামী নুর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করছে। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘নিহত গৃহবধূ জেসমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুরাতহাল রিপোর্টের সময় লাশের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জেসমিনের স্বামী নুর জামাল মীর ওরফে আল আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বেল্লাল মাল হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’ Share this:FacebookX Related posts: গলাচিপায় করোনা সচেতনতায় র্যাবের বিশেষ টহল গলাচিপায় হাতে নাতে ভুয়া ডাক্তার আটক গলাচিপায় মানব পাচারকারী চক্রের সদস্য আটক গলাচিপায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম বাউফলে চড়া দামে সীম কার্ড বিক্রির অভিযোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: গলাচিপায়স্বামীর হাতে স্ত্রী খুন