বড়াইগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১
বড়াইগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন মশক নিধন ওষুধ স্প্রে করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান, কাউন্সিলর রফিকুল ইসলাম, আজিজ জোয়াদ্দার, দিল মোহাম্মদ, আব্দুস সামাদ, জাহিদুল ইসলাম, ওয়াজেদ আলী প্রধান ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রানী বেগম এবং উপসহকারী মেডিকেল অফিসার মো. শাহাবউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ মশক নিধনে পৌরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান।