নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনের চালক নিহত

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

অনলাইন ডেস্ক : মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।বুধবার বেলা ১১টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম (২৫) সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর জানান, মাগুরা থেকে ঝিনাইদাহগামী একটি কাভার্ডভ্যান অপরদিক থেকে আসা ইটবোঝাই একটি নছিমনকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নছিমনের চালক নিহত হন। এছাড়া আরও দু’জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।