চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১ অনলাইন ডেস্ক : পাবনার চাটমোহরে বড়াল নদের তীরে বোঁথর গ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী হাজার বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা। পাট ঠাকুরের পাটে ধুপ দেয়ার পর সোমবার (১২ এপ্রিল) মন্দিরে মহাদেবের অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সকাল ১০টার দিকে দীঘির পানি থেকে চড়ক গাছ তোলা হয়। ১৩ হাত দৈর্ঘ্যের শাল গাছটি চড়ক নামে পরিচিত। চড়ক গাছটি মন্দির প্রাঙ্গণের স্থাপনের পর মনোবাসনা পূরণের আশায় সেই গাছে দুধ, তেল, চিনি ঢালেন ভক্ত, অনুসারী ও পুণ্যার্থীরা। হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে হাজার বছর ধরে চলে আসা এ মেলা সার্বজনীন উৎসবে পরিণত হয়। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা থেকেও ভক্ত অনুসারীরা আসেন পূজা দিতে। কিন্তু এ বছর করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে পাল্টে গেছে উৎসবের চিত্র। মেলা বন্ধ রেখে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা পূজার আনুষ্ঠানিকতায় যোগ দেন। পূজা দিতে আসা উজ্জ্বল দত্ত ও মানিক দাস জানান, আমরা বিশ্বাস করি বাবা মহাদেবের কাছে মানসা করলে সেই মানসা পূরণ হয়। সে কারণে আমরা মহাদেবের মানসা দিতে আসি। বাবা মহাদেবের আশীর্বাদে গোটা বিশ্ব শান্তিতে থাকবে আশা করি। সুরভী দত্ত জানান, বিয়ের পর থেকে দেখে আসছি মনোবাসনা পূরণের উদ্দেশ্যে প্রতি বছর বোঁথড়ে মহাদেবের মন্দিরে ও চড়ক গাছে পূজা দেয়। সবার মনোবাসনা বাবা মহাদেব পূর্ণ করে। সে জন্য আমিও আসি পূজা দিতে। উদ্দীপনা দত্ত জানান, এতদিন মনোবাসনা যা যা চেয়েছি ভগবানের কাছে তার সবই পূরণ হয়েছে। আশা করি এবারও হবে। এবারের প্রত্যাশা করোনা মুক্ত সুস্থ্য বিশ্ব পাবো আমরা। বোঁথড় মহাদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেন দত্ত ও সহ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু জানান, আমরা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করছি। স্বেচ্ছাসেবক টিম সব সময় সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ নিশ্চিত করছে। ইতিপূর্বের পূজার সাথে মেলাও হতো। কিন্তু করোনার কারণে আমরা এবার মেলা বন্ধ রেখেছি। এ কারণে কোনও দোকানপাট বসতে দেয়া হয়নি। করোনার কারণে গত বছর চড়ক পূজার আয়োজন বন্ধ ছিল। Share this:FacebookX Related posts: চাটমোহরে শিক্ষার্থীদের বর্ণ অংকন প্রতিযোগিতা চাটমোহরে লকডাউন গ্রামে প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ চাটমোহরে সরকারি গাছ কাটা মামলায় ৭ জন কারাগারে চাটমোহরে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১ চাটমোহরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ, যুবক আটক রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ সরকার যে বেতন দেয়, তার বাইরে হাত পাতানোর দরকার পড়ে না-খাদ্যমন্ত্রী গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত আত্রাইয়ে ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন: মনোনয়ন প্রত্যাশী সুমনের মোটরসাইকেল শোডাউন রাজশাহীতে ‘জয়িতা’ পুরষ্কারের জন্য নির্বাচিত ১০ নারী SHARES Matched Content দেশের খবর বিষয়: ঐতিহ্যবাহী চড়ক পূজাচাটমোহরেশুরু হয়েছে