কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নেহেদ আলী (৫৫) ও গোকুল আলী (৪৫) নামে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহত বকুল আলী ও নেহাদ আলী কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামের চাঁদ আলীর ছেলে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলা নিয়ে সোমবার স্থানীয় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আপন দুই ভাই নিহত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার, ‘নেহেদ আলী ও গোকুল আলী নামের দুই ব্যক্তিকে সন্ধ্যার পর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা সারা শরীরে কোপানোর চিহ্ন রয়েছে। হাসপাতালে আসার আগে তারা দুজন মারা যান। তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় সড়কে ঝড়ল শ্রমিকের প্রাণ ট্রাক-আলমসাধু সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার যশোরে প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২ শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: কুষ্টিয়ায়দু'গ্রুপেরদুই ভাই নিহতসংঘর্ষে